হাথরসকাণ্ডের প্রতিবাদে রাস্তায় বাম-কংগ্রেস; তুলকালাম ধর্মতলা, পুড়ল মোদী-যোগীর কুশপুতুল
উত্তরপ্রদেশের হাথরসের নারকীয় ধর্ষণকাণ্ডের প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে যোগী ও মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস যুব-ছাত্র-মহিলারা। মৌলালি থেকে একটি মিছিল নিয়ে তাঁরা আসেন ধর্মতলায়। মিছিলে দাবি ওঠে, কেন্দ্রে মোদী ও উত্তরপ্রদেশে যোগীর মতো সরকারের আর প্রয়োজন নেই। তাদের জমানায় মেয়েরা নিরাপদ নন।
-ছবি-তন্ময় প্রামাণিক ও রণয় তেওয়ারি
মিছিলটি ধর্মতলায় এলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিস। বাম ছাত্র-যুবরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি।
-ছবি-তন্ময় প্রামাণিক ও রণয় তেওয়ারি
বিক্ষোভকারীদের দাবি তাঁদের ইউপি ভবন যেতে দিতে হবে। পুলিসে তাদের বাধা দেয়। বাম মহিলা সংগঠনের অভিযোগ, বাধা দিতে গিয়ে তাদের মারধর করেছে পুলিস, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। মিছিলে ছিলেন প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্য বাম নেতারা।
-ছবি-তন্ময় প্রামাণিক ও রণয় তেওয়ারি
বাম-কংগ্রেসের ওই মিছিলে সন্ধের মুখে প্রবল যানজট সৃষ্টি হয় ধর্মতলাজুড়ে। এর মধ্যেই মশাল জ্বেলে যোগী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র-যুবরা।
-ছবি-তন্ময় প্রামাণিক ও রণয় তেওয়ারি
ধর্মতলায় জমায়েতের মধ্যেই নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের কুশপুতুলে আগুন ধরান বিক্ষোভকারীরা।
-ছবি-তন্ময় প্রামাণিক ও রণয় তেওয়ারি