বিজেপি বিরোধী জোটের কাছে এটাই এখন বড় চ্যালেঞ্জ, বিতর্ক উস্কে দিলেন দেবগৌড়া!

Sun, 20 Jan 2019-1:04 pm,

শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের পর একপ্রকার চাঞ্চল্য বিরোধী শিবিরে। মমতার সভায় উপস্থিত নেতাদের অনেকেরই দাবি, মোদী নয়, একজোট হয়ে হঠাতে হবে বিজেপিকে। এর জন্য বিজেপির বিরুদ্ধে একপক্ষকেই দাঁড়াতে হবে। তবে জনতা দল সেকুলার নেতা বলেছেন অন্য কথা।

শনিবার জেডিএস নেতা বলেন, লোকসভা নির্বাচন শিয়রে। বিরোধী নেতাদের একসঙ্গে বসে ঠিক করতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা কী হবে। সেক্ষেত্রে আসন রফাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ-হারকিউলিয়ান টাস্ক।

লোকসভা নির্বাচনে সপা, বসপাকে ছেড়ে দিলে উত্তরপ্রদেশ ছাড়াও অন্যান্য রাজ্যে আসন রফার বিষয়টি খুব একটা সোজা হবে না। দেবগৌড়া এদিন বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে অন্য সবকিছু ছেড়ে আসন রফার দিকে নজর দিতে হবে।

জেডিএস নেতা আরও বলেন, শক্তিশালী দেশ গঠন করতে গেলে একটি স্থায়ী সরকার গঠন প্রয়োজন। নরেন্দ্র মোদী ২৮২ আসন পাওয়ার পরও দেশের ধর্মনিরপেক্ষতা সহ অন্যান্য কাঠামো ধ্বংস করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে বিরোধী জোটে সমস্যা হতে পারে। সেকথাই খানিকটা উসকে দিলেন দেবগৌড়া।

লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা পেলে কে হবেন প্রধানমন্ত্রী! দেবগৌড়া বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদের মধ্যে থেকেই একজনকে বেছে নিতে হবে। এনিয়ে বিরোধী নেতৃত্বের মধ্যে সদিচ্ছা থাকতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link