ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যে গতি বাড়তে পারে করোনার চিকিৎসায়! দাবি বিজ্ঞানীদের
ম্যালেরিয়ার ওষুধ Hydroxychloroquine-এর সাহায্যে এর আগে করোনার চিকিৎসায় কিছুটা সুফল মিলেছিল। এ বার ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যেও ম্যালেরিয়া-রোধী উৎসেচকের সাহায্যে গতি আনা সম্ভব বলে দাবি করলেন একদল বিজ্ঞানী।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, মানব শরীরে তৈরি হওয়া কিছু এনজাইম বা উৎসেচক দ্রুত করোনা নির্মূল করতে পারে। তাঁরা জানান, ম্যালেরিয়া প্যারাসাইট এই উৎসেচক তৈরি করতে পারে।
মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাক অ্যাডারেলির অনুমান, করোনা ও ম্যালেরিয়ার মধ্যে কোনও একটা সংযোগ রয়েছে যার জন্য এই দুটি রোগের ওষুধ পারস্পরিক ভিত্তিতে কাজ করতে পারে। তাই এই নিয়ে গবেষণা চালাচ্ছেন তাঁরা।
সম্প্রতি নেচার পত্রিকায় আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আপাতত ‘পিটার ডরেথি ইন্সটিটিউট ফর ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি’র গবেষকদের সঙ্গে একই বিষয়ে যৌথ ভাবে গবেষণা করছেন।