রান্নার বাইরে দু-এক টুকরো লবঙ্গ মুখে রাখুন, অনেক উপকার পাবেন
$ দাঁত ব্যথা করছে? কয়েকটি লবঙ্গের টুকরো মুখে রাখলে দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে।
$ বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ রাখুন, লবঙ্গের সুগন্ধ বমি ভাব রুখে দেয়।
$ মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। কয়েক টুকরো লবঙ্গ নিয়ে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।
$ সর্দি-কাশি কমাতে লবঙ্গ বেশ কাজে আসে। ঠাণ্ডা লেগে হোক কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা- দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে উপশম হবে।
$ প্রচণ্ড স্ট্রেস অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষতে থাকুন। দেখবেন মেজাজ ফুরফুরে হয়ে উঠবে।