ভরতে রফতানি করা ওষুধ তৈরির ৭০% জরুরি কাঁচামালের দাম ৩০% বাড়িয়ে দিল চিন!

Sudip Dey Mon, 22 Jun 2020-7:02 pm,

ভারতে তৈরি হওয়া ওষুধের প্রায় ৭০ শতাংশ প্রয়োজনীয় কাঁচামাল আসে চিন থেকে। লাদাখের গালওয়ানে ভারত-চিন সেনার বিবাদের পর ওই কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে চিনা সংস্থাগুলি।

উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি জানিয়েছে, ১৫ জুনের পর বিগত ৫-৬ দিনে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে চিনা সংস্থাগুলি।

কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রভাব সরাসরি পড়বে ওষুধের দামেরও উপরে। ফলে প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক— সবেরই দাম বাড়তে পারে অদূর ভবিষ্যতে।

জানা গিয়েছে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ— এই দুই রাজ্যে সব মিলিয়ে চারশোরও (৪০০) বেশি ফার্মাসিউটিক্যাল সংস্থা চিনের ১০ থেকে ১২টি কাঁচামাল সরবরাহকারী সংস্থার উপর নির্ভরশীল।

ওষুধের কাঁচামাল সরবরাহকারী গুজরাতের সংস্থা ‘গৌরাঙ্গ ইন্টারন্যাশনাল’-এর (Gaurang International) কর্ণধার সুনীল কুমার জানান, বিগত চার-পাঁচ দিনে চিন থেকে আমদানি হওয়া ওষুধের কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ফলে সমস্যায় বড়তে হচ্ছে ভারতের ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলিকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link