CoWin থেকে হ্যাকারদের হাতে ব্যক্তিগত তথ্য! তড়িঘড়ি বিবৃতি দিল স্বাস্থ্যমন্ত্রক
নিজস্ব প্রতিবেদন: CoWin অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে করোনা টিকা নেওয়ার জন্য লগ ইন করেছেন বহু মানুষ। সেক্ষেত্রে আধার কার্ডের নম্বর, ফোন নম্বরের মতো বেশকিছু ব্যক্তিগত তথ্য CoWin-এ নথিভুক্ত করতে হয়েছে। তবে আশঙ্কা বাড়িয়েছে সাম্প্রতিক একটি খবর। যেখানে বলা হয়েছে, CoWin থেকে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য নাকি চুরি হয়ে যাচ্ছে। হ্যাকারদের হাতে চলে যাচ্ছে সেই তথ্য।
এই খবর ছড়িয়ে পড়তেই প্রায় ১৫০ মিলিয়ন CoWin ব্যবহারকারীদের মাথায় বাজ ভেঙে পড়েছে। তবে আধার কার্ডের নম্বর, ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য কি বেহাত হয়ে যাচ্ছে? আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে, অবশেষে এই বিষয়ে বিবৃতি দিতে হল কেন্দ্রকে।
যদিও এই খবর উড়িয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ও Empowered Group on Vaccine Administration। EGVAC-এর চেয়ারম্যান ডাক্তার আরএস শর্মা গোটা বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন।
জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে তথ্য়-প্রযুক্তি মন্ত্রকের Computer Emergency Response Team। এই ধরনের গুজবের উৎস কী? তারই তদন্ত চলছে।
'Busting myths of vaccination' শীর্ষক একটি বিবৃতিতে তথ্য ফাঁসের বিষয়টি উড়িয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
মন্ত্রকের পালটা দাবি, তথ্য ফাঁসের যে অভিযোগ করা হচ্ছে, তেমন কোনও ঘটনা ঘটেনি। পুরোটাই গুজব।