প্রথমে চিকিৎসক আর শিক্ষকদেরই করোনার প্রতিষেধক দেবে রাশিয়া! অপেক্ষা আর কয়েক দিনের

Sudip Dey Sun, 02 Aug 2020-12:56 pm,

সম্প্রতি রুশ সংবাদ মাধ্যম জানায়, আগামী ১০ থেকে ১২ অগাস্টের মধ্যেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক। এই দাবিকে সরকারি সিদ্ধান্তের শিলমোহর দিয়েছিলেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো (Mikhail Murashko)। মুরশকো জানান, অগাস্টেই মিলবে করোনার টিকা!

সম্প্রতি রুশ সংবাদ মাধ্যমে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো (Mikhail Murashko) জানান, গামালেই ইনস্টিটিউটের তৈরি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ার শেষ হয়েছে। অগাস্ট থেকেই টিকার প্রয়োগ শুরু হলেও অক্টোবর থেকে দেশের একটা বড় অংশকে করোনার প্রতিষেধকের আওতায় আনা সম্ভব হবে।

সম্প্রতি রুশ সংবাদ মাধ্যমে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো (Mikhail Murashko) জানান, গামালেই ইনস্টিটিউটের তৈরি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ার শেষ হয়েছে। অগাস্ট থেকেই টিকার প্রয়োগ শুরু হলেও অক্টোবর থেকে দেশের একটা বড় অংশকে করোনার প্রতিষেধকের আওতায় আনা সম্ভব হবে।

তবে শুরুতেই দেশের চিকিৎসক আর শিক্ষকদেরই করোনার প্রতিষেধক দেওয়ার কথা ভাবছে রাশিয়া! সংবাদ মাধ্যমে এমনটাই জানান রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো। তিনি জানান, অগাস্টে স্থানীয় নিয়ন্ত্রক দফতরের অনুমোদনের ব্যবস্থার পরই দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আর শিক্ষকদের টিকা দেওয়া হবে।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানান, দ্রত গতিতে চলছে টিকা উৎপাদনের কাজ। এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে রাশিয়া। তবে প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। এই ট্রায়ালে আরও মাস দুয়েক সময় লাগতে পারে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link