অক্সফোর্ডের প্রতিষেধক কত দাম হবে ভারতে? মিলবে বিনামূল্যে? জানুন
নিজস্ব প্রতিবেদন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিষেধক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ল্যানসেট মেডিক্যাল জার্নালে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাঁদের সাফল্যের কথা। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয়দের সুখবর দিল সিরাম ইনস্টিটিউট। চলতি বছরেই প্রায় ৩০ কোটি অক্সফোর্ডের প্রতিষেধক বানিয়ে ফেলবেন বলে আশ্বাস দিলেন সিরাম কর্তা। তাঁদের তৈরি প্রতিষেধকের ৫০ শতাংশ পেতে পারে দেশ।
কিন্তু প্রতিষেধকের দাম কত হবে? আদৌ কি সাধ্যের মধ্যে থাকবে? এই নিয়ে চিন্তার শেষ নেই। তবে সিরাম কর্তা পুনাওয়ালা জানিয়েছেন, প্রতিষেধকের প্রতি ডোজের দাম হবে ১ হাজার টাকা।
সিরাম কর্তার প্রাথমিক অনুমান করোনা রুখতে প্রতিষেধকের দুটি ডোজ লাগবে। যার মধ্যে একটি বুস্টার ডোজ।
বিনামূল্যেও মিলতে পারে করোনা প্রতিষেধক। এ সম্ভাবনার কথাও জানিয়েছেন পুনাওয়ালা। সরকার জাতীয় প্রয়োজনীয়তা উপলব্ধি করলে তা বিনামূল্যে পৌছে যেতে পারে সকলের কাছে।
প্রতিষেধক তৈরি হয়ে গেলে তা প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্ক দেওয়া হবে। তারপর বাকিদের। দেশের প্রত্যেক নাগরিকের এই টিকা পেতে কমপক্ষে ২ বছর সময় লাগতে পারে।