Greece wildfire: দাবানলের আগুনে পুড়ছে গ্রিস, ইউরোপজুড়ে ভয়ঙ্কর দাবদাহ

Mon, 02 Aug 2021-3:40 pm,

দাউদাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে  ভয়াবহ দাবানল।  মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন। 

জ্বলে গিয়েছে প্রচুর বাড়ি, দোকান, বসত এলাকা। আফ্রিকা থেকে আগত উত্তপ্ত বাতাসের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে একটি তাপপ্রবাহ ভূমধ্যসাগর জুড়ে দাবানল সৃষ্টি করেছে ইতালি এবং গ্রিসে।

অগ্নিকাণ্ডের জেরে তুরস্কে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। গ্রিসে কারও মৃত্যুর খবর নেই। তবে ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন।

বুধবার সন্ধেতে স্কিনোস গ্রাম সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা দাবানলে পরিণত হয়। 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় ১৮০ জন দমকল আধিকারিক, ৬২ টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে ১৭টি বিমান ও হেলিকপ্টারও। 

ভূমধ্যসাগরের তীর ঘেঁষা তুরস্ক, গ্রিস, ইটালির এই শান্ত এলাকাগুলি পর্যটকদের কাছে বিশেষ প্রিয়। এ সব এলাকায় আয়ের একটা বড় অংশ আসে পর্যটন থেকে। কিন্তু দাবানলে ঝলসে গেল বসতি থেকে জঙ্গল। 

গ্রিসের গড় তাপমাত্রা এখন ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৬টি আগুন লেগেছে দেশের পশ্চিমাঞ্চলে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link