কলকাতায় শুরু হচ্ছে তাপপ্রবাহ? দক্ষিণবঙ্গে দাবদাহ থেকে নিষ্কৃতি কবে?
নিজস্ব প্রতিবেদন: গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে আপাতত নিষ্কৃতি মিলছে না। আবহাওয়া দফতর জানাল, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।
তাপপ্রবাহ শুরু হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ায়।
সরকারি আবহাওয়া দফতরের তরফে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।
তবে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। যার জেরে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে বৃষ্টিপাতের ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অপরিবর্তিত থাকবে অস্বস্তিসূচক।