প্রবল শুষ্ক গরমের সতর্কবার্তা, রাজ্যে চলবে তাপপ্রবাহ! হতে পারে হিট স্ট্রোক...
সন্দীপ প্রামাণিক: সারা রাজ্যজুড়ে বাড়তে চলেছে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আলিপুরে ৩৬.৫, সল্টলেক ৩৭.৩, বাঁকুড়ায় ৩৮.২, মালদায় ৩৭.২, আসানসোলে ৩৬.৫, শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকবে গোটা রাজ্যে।
এই ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর থেকে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এই গরম আবহাওয়া থেকে শিশু ও বয়স্কদের সাবধানে রাখতে বলা হচ্ছে।
একইসাথে আরও বলা হয়েছে, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকতে পারে। সবচেয়ে চিন্তার বিষয় শুষ্ক গরম থাকবে। এই শুষ্ক গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।