WB Weather Update: দক্ষিণের অধিকাংশ জেলায় আজ ঝড়বৃষ্টি, কাল কেমন থাকবে আবহাওয়ার মতিগতি, জানাল হাওয়া অফিস
আগামিকাল দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিম এর জেলা ও উপকূল এর জেলাতে এই বৃষ্টি হবে।
সোমবার বৃষ্টির পরিমাণ কমে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ৯ ও ১০ তারিখ বৃষ্টি কমে যাবে। তবে ১১ তারিখ আবার বৃষ্টি একটু বাড়বে। এমনটাই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে।
ওই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা সব জায়গায় প্রায় ৫-৬ ডিগ্রি কমে যাবে। কলকাতাতে আজ তাপমাত্রা ৩৭ এর কাছাকাছি ছিল। এই বৃষ্টিতে ৩০-৩১ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে।
উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামিকাল মেঘলা আকাশ এবং দু-এক পসলা বৃষ্টির সম্ভাবনা। এক কথায় বলা যেতে পারে তারপর প্রবাহে পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া গেল এই বৃষ্টি র ফলে।
এই বৃষ্টির মূল কারণ বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িষার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখা।