WB Weather Update: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের সতর্কতা এইসব জেলায়
মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছ। সারাদিনই মেঘলা আকাশ। কখনও কখনও হালকা বৃষ্টি হচ্ছে।
আজ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আজ থেকে টানা কিছুদিন অর্থাৎ ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
আজ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কবার্তা রয়েছে । কলিম্পংয়ে কমলা সর্তকতা রয়েছে ।
জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির হলেও অসস্তিকর পরিস্থিতি বজায় থাকবে । তাপমাত্রা কমবে বৃষ্টির ফলে ।
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টির পূর্বাভাস। ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়।