নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু, আগামী ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্বাভাস

SUDESHNA PAUL Wed, 23 Oct 2019-4:50 pm,

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি। বুধবার দুপুরের পর থেকে আকাশ কালো হয়ে আসে। ভর দুপুরেই নামে সন্ধ্যা।

পুরুলিয়া, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়।

আগামিকাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

পরশুদিন শুক্রবার দিনভর বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মালদা, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।

শুক্রবার রাতে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে কালীপুজোর মুখে কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

তবে ২৬ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কালীপুজোর আগের রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link