স্বস্তির নিঃশ্বাস! চলতি সপ্তাহেই বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, বলছে হাওয়া অফিস
ক্যালেন্ডারের পাতায় জুনের ২৫ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও বিমুখ বর্ষা। গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। শহর থেকে জেলা, সবার এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কবে আসবে?
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে চলতি সপ্তাহে অবশেষে বৃষ্টির অনকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে।
পূর্বাভাস বলছে, ২৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে।
৩০ জুন, মানে আগামী রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। পূর্বাভাস এমনটাই বলছে।
অন্যদিকে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৫ জেলায় আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
২৮ জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমেও।