নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর তার জেরে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে।
এরমধ্যে ৫ ও ৬ অগাস্ট, অর্থাত্ সোম ও মঙ্গলবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ৮ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
এদিকে ইতিমধ্যেই দিঘা উপকূলে উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। ৭-৮ ফুট উঁচুতে উঠছে ঢেউ। গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসছে ঢেউ। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে বারণ করা হয়েছে।