রাতভোর বৃষ্টিতে জলস্রোত রাজধানীতে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি
নিজস্ব প্রতিবেদন: গুমোট কাটিয়ে স্বস্তি নিয়ে এলেও প্রবল জলস্রোতে ভাসলো দিল্লি, নয়ডা ও গাজিয়াবাদের রাস্তাগুলি। টানা বৃষ্টির জেরে জল জমে থমকে যায় রাজধানীর ট্রাফিক।
একাধিক টুইট করে ট্রাফিকের ঘটনা জানায় দিল্লি ট্রাফিক পুলিস। আবহওয়া দফতরের কথা অনুযায়ী আরব সাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম বায়ু এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব বায়ুর জন্যই এই বৃষ্টিপাত।
সারা রাত ভারী বৃষ্টিপাতের দরুন দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের আগ্রায় ভেঙে পড়েছে বাড়ি। অন্য একটি বাড়ি ভেঙে পড়েছে দিল্লির নানগ্লোইতে।
দিল্লি ও রাজধানী সংলগ্ন অঞ্চলগুলিতে রাস্তায় জল এতটাই বেশি যে প্রায় অর্ধেক জলে ডুবে গিয়েছে এক একটা গাড়ি। গুরুগ্রামের রাস্তাগুলিতে গাড়িগুলির শুধু উপরের অংশ ছাড়া বাকি পুরোটা জলের তলায়।
তবে এতেই শেষ নয়। আগামী ২৪ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্যে। এমনিতেই জলমগ্ন গোটা দিল্লি। তার উপর ফের ভারী বৃষ্টি হলে ব্যাহত হবে রাজধানীর যান চলাচল।