প্রবল বৃষ্টি-ধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়, উদ্ধারকারী জওয়ানদের নিরাপদ আশ্রয়ে সদ্যজাত, দেখুন
টানা বৃষ্টি, ধসে বিপর্যস্ত কেরলের বেশ কয়েকটি জেলা। এর মধ্যে ওয়েনাড় ও মাল্লপূরমের অবস্থা শোচনীয়। ইতিমধ্যেই রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
শুক্রবার ভোরে টানা বৃষ্টিতে ওয়েনাড়ে এক ধসে চাপা পড়ে গিয়েছে কয়েকটি বাড়ি। সেখানে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন। এখনও পর্যন্ত সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধসে মুছে গিয়েছে ১০০ একর চা বাগান।
ওয়েনাড়ে জলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে আনছে সেনাবাহিনী।
উদ্ধারকারী সেনা জওয়ানদের নিরাপদ আশ্রয়ে সদ্যজাত।
রাজ্যজুড়ে এখনও পর্যন্ত রাজ্যের ১,০৭,৬৬৯ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাত্র ২৪ ঘণ্টায় ওয়েনাড়ের পুথুমালাতে বৃষ্টি হয়েছে ৩৭ সেন্টিমিটার। ফলে ওই জলের তোড়ে পাহাড়ি এলাকার মাটি গড়িয়ে নিচে নেমে আসে। ২০১৮ সালে এই ওয়েনাড়েই ২৪৭টি ধসের ঘটনা ঘটেছিল।