WB Weather Update: উত্তরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা; বৃষ্টি দক্ষিণেও, কবে কাটবে এই দুর্যোগ?

Fri, 25 Aug 2023-8:52 am,

গতরাত থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আজ সকালেও তার বিরাম নেই। দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত চলবে এই অবস্থা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। যেটি বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা পাটনা দেওঘরের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  তথ্য-অয়ন ঘোষাল

শুক্রবার ২৫ আগস্ট ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার ২৬ আগষ্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে। - তথ্য-অয়ন ঘোষাল

দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুক্রবার ও শনিবার। - তথ্য-অয়ন ঘোষাল

 

শুক্রবার ভারী বৃষ্টি ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বাড়ি বৃষ্টি এবং অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। - তথ্য-অয়ন ঘোষাল

 

বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তাপমাত্রা কিছুটা কমবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি। সোমবারের পর কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মূলত মেঘলা আকাশ। আজ দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। - তথ্য-অয়ন ঘোষাল

 

প্রবল বৃষ্টির সম্ভাবনা বিহার আসাম এবং মেঘালয়ে। ভারী বৃষ্টি পূর্বাভাস হিমাচল প্রদেশ উত্তরাখন্ড সিকিম অরুণাচল প্রদেশ ঝাড়খন্ড ওড়িশা মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বিদর্ভ ছত্রিশগড় সহ মধ্যভারতের রাজ্যগুলিতে।  - তথ্য-অয়ন ঘোষাল

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link