ভারী বৃষ্টিপাত, বিরাট ধস শিলিগুড়ি-গ্যাংটকের রাস্তায়
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে দু-একটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টির জেরেই ধস নামল পাহাড়ে।
গ্যাঙটক থেকে শিলিগুড়ির NH 10 রাস্তায় নেমেছে বিরাট ধস। পুরো রাস্তা আপাতত বন্ধ।
রাস্তা পরিষ্কার করতে ২ থেকে ৩ ঘণ্টারও বেশি সময় লাগবে। তিস্তা থেকে পেশক রোড ধরে ছোট গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গল ও বুধবার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। কোচবিহার এবং জলপাইগুড়িতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা।