ইডেন পার্কের গ্যালারিতে একমাত্র এই চেয়ারটিই সবুজ! কেন জানেন?
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া।
ইডেন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে সব চেয়ারের রঙ ধূসর। কিন্তু একমাত্র একটি চেয়ার সবুজ রঙের। এর রহস্য কী জানেন?
এটি একটি স্মারক। সব ধূসর চেয়ারের মাঝে এই সবুজ রঙের চেয়ারটি এক কিউই ক্রিকেটারের নামে সংরক্ষিত করা হয়েছে।
২০১৫ সালে বিশ্বকাপের সেমি ফাইনালে এই ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছক্কা মেরে নিউ জিল্যান্ডের জয় এনে দিয়েছিলেন গ্র্যান্ট এলিয়ট।এলিয়টের সেই ছক্কাটি এসে পড়েছিল এই চেয়ারটিতে। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে ব্ল্যাক ক্যাপসরা। সেই থেকেই এই চেয়ারটির রঙ সবুজ নাম 'গ্র্যান্ট এলিয়ট সিট'।
২৪ মার্চ, ২০১৫ সালে বিশ্বকাপ সেমি ফাইনালে শেষ ২ বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল কিউইদের। প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে ছক্কা মেরে কিউইদের প্রথমবার বিশ্বকাপ ফাইনালে তোলেন গ্র্যান্ট এলিয়ট। সেদিন ৭৩ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই থেকেই ওই চেয়ারটি সবুজ রঙের।