লকডাউনে ত্বকের যত্ন নিন; মশ্চারাইজার মাখুন সঠিক পদ্ধতি মেনে
সব সময় মনে রাখবেন হাতের তালুর সাহায্যে মুখে মশ্চারাইজার ব্যবহার করা উচিৎ। আঙুলের সাহায্যে নয়।
প্রথমে আপনি আপনার হাতের তালুর মধ্যে মশ্চারাইজার নিয়ে নিন। তার পর সেটি ভাল করে হাতের তালুর মধ্যে ঘসে, একটু উষ্ণ ভাব নিয়ে মুখে মাখুন।
এর পর আলতো হাতে আপনি আপনার গালে মশ্চারাইজার লাগান।
এর পর আপনি আপনার মুখের টি- জোন, কপাল ও থুতনিতে ম্যাসাজ করুন।
এর পর ঊর্ধ্বমখী হাতে গলা থেকে থুতনি পর্যন্ত লাগান মশ্চারাইজার। এর ফলে মুখের রক্ত চলাচল সঠিক ভাবে হয়। এবং ত্বক ভাল থাকে।