রাফাল এলে চিনা J-20 জেটকে টেক্কা দিয়ে এশিয়ার সুপারপাওয়ার হয়ে উঠবে ভারত

Fri, 14 Dec 2018-10:49 pm,

রাফাল শব্দের অর্থাত্ 'বাতাসের ঝলকা'। রাফাল বিমানচুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল ফ্রান্সের সঙ্গে। কিন্তু ২০১৬ সালে ফ্রান্স সফরে গিয়ে চুক্তি করে আসেন প্রধানমন্ত্রী। শুধু রাফাল নয়, তার সঙ্গে মিটিওর ক্ষেপণাস্ত্রও আসছে ভারতের হাতে। 

রাফাল দুটি ইঞ্জিনের যুদ্ধবিমান। বিভিন্ন ধরনের অভিযানে কাজে লাগতে পারে। ইউরো ফাইটার টাইফুনের সঙ্গে একাধিক মিল। দুটি ইঞ্জিন থাকায় মাঝ আকাশে একটি ইঞ্জিন অকোজে হয়ে গেলেও কোনও সমস্যা হবে না।   

রাফাল ও টাইফুনের উদ্ভাবন এক জায়গায়। তবে অন্য ইউরোপীয় দেশের সঙ্গে সম্পর্ক ছেদ করে আধুনিক যুগের যুদ্ধবিমান নির্মাণে মন দেয় ফ্রান্স। 

এক দশক ধরে রাফাল বিমান হাতে পেতে চাইছে বায়ুসেনা। ২০১৬ সালে ফ্রান্স সফরে রাফালচুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬টি রাফাল আসবে দেশে। তবে ভারতের দরকার ১২৬টি বিমান।

রাফাল যুদ্ধবিমান আসলে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতীয় সেনা। চিনের যুদ্ধবিমান J-20-র সঙ্গে মোকাবিলা করতে পারবে ভারত। 

১০০ কিলোমিটার দূরের লক্ষ্যতেও আঘাত হানতে সক্ষম মিটিওর। এমন ক্ষেপণাস্ত্র একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। 

 

শুধু তাই নয়, পারমাণবিক হামলা চালাতেও সক্ষম রাফাল। আর মিটিওর ক্ষেপণাস্ত্রটি তো শব্দের চেয়েও চারগুণ গতিতে ছুটতে পারে। আর সবচেয়ে বড় গুণ, লক্ষ্যবস্তু সোজাসুজি না হলেও তা নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link