কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার আর শুধু চ্যাটিং নয়, করা যাবে টাকা পয়সা আদান প্রদানও। চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর।
জানা যায়, অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ব্যবস্থাতেই UPI ID ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন।
যদিও পরে শোনা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন এখনই সম্ভব নয়।
তবে সম্প্রতি জানা যাচ্ছে, অ্যাপের মাধ্যমে আপনি একটি QR কোড স্ক্যান করে আর্থিক লেনদেন করতে পারবেন।
কীভাবে করবেন? জেনে নিন-
হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে ইতিমধ্যেই QR কোড স্ক্যান করার ফিচারটি পাওয়া যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাঁরা বেটা ভার্সন ব্যবহার করেন, তাঁরা প্রথমে সেটিংসে যান- তারপর পেমেন্ট- তারপর নিউ পেমেন্ট- এবার স্ক্যান QR কোডে ট্যাপ করুন।
স্ক্যান হয়ে গেলেই একটি UPI PIN ভেরিফিকেশন হবে।
ব্যস, তাহলেই আপনার পেমেন্টের প্রক্রিয়া শেষ হবে।