তিন মাস EMI বন্ধ রাখলে আসলে বাড়বে চাপ, গুনতে হবে প্রতি মাসের সুদ!
পরবর্তী তিন মাসের EMI বন্ধ হলেও সুদ গুনে যেতে হবে সাধারণ মানুষকে। যে কোনও বড় ঋণের ক্ষেত্রে তিন মাস সুদ ও আসল বন্ধ রাখলে পরবর্তীকালে তা চাপ বাড়াতে পারে বলে জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক-সহ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।
তাহলে প্রশ্ন হল, এই কঠিন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক কি আদৌ সাধারণ মানুষের জন্য কোনও সুবিধা তৈরি করতে পারল? আসুন জেনে নেওয়া যাক...
আসলে সাধারণ মানুষের উপর থেকে আপাতত তিন মাসের EMI বন্ধ করা হলেও মুকুব করা হচ্ছে না সুদ। এ দিকে গত মঙ্গলবারেই স্বল্প সঞ্চয় প্রকল্পে কমানো হয়েছে সুদের হার।
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, EMI না দিলেও প্রতিমাসে সুদের টাকা গুনে যেতেই হবে।
এ প্রসঙ্গে অন্যান্য কয়েকটি ব্যাঙ্ক জানিয়েছে, যে সব চাকুরীজীবীদের লকডাউনে বেতন বন্ধ হচ্ছে না, তাঁদের রুটিনমাফিক EMI-এর টাকা শোধ করে দেওয়াই ভাল। না হলে বাড়তি সুদের বোঝা চাপতে পারে EMI-এর অঙ্কের সঙ্গে।