ব্যাটারি চালিত স্কুটারে চমক, বাজারে এল Hero Dash

Tue, 27 Aug 2019-10:50 pm,

নীতি আয়োগের প্রস্তাবের পর ব্যাটারিচালিত যানের বাজারে প্রবেশ করতে চাইছে গাড়ি উত্পাদনকারী সংস্থাগুলি। সেই লক্ষ্যেই ভারতের বাজারে নতুন ব্যাটারিচালিত স্কুটার Hero Dash আনল হিরো ইলেকট্রিক। 

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপোষ, এমনটা ভাবার দিন শেষ। স্কুটারের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এমনটাই মনে করছেন হিরো ইলেকট্রিকের এক কর্তা। থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

 ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার। 

৪৮V ২৮ Ah লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেস সংস্করণের দাম ৬৮,৭২১ টাকা(এক্স-শোরুম)। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link