জলের দরে বাইক আনল Hero, দেখে নিন গাড়ির বৈশিষ্ট্য
একশো সিসির হিরো এইচএফ ডিলাক্স আইবিএস নামে নতুন বাইক বাজারে আনল হিরো মোটো কর্প। ২০১৯ সালের ১ এপ্রিল থেকে মোটরযান আইনের নতুন নিয়ম লাগু হতে চলেছে। সেই নিয়ম মেনেই গাড়িটি তৈরি করেছে হিরো।
'কম্বাইনড ব্রেকিং সিস্টেম'-এর ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম রয়েছে এই বাইকে। দিল্লিতে বাইকটির নাম ৪৯,৩০০ টাকা।
নতুন আইনে ১২৫ সিসির কম ইঞ্জিনে কম্বাইনড ব্রেকিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। সেটা মাথায় রেখেই বাইকে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। বাইকে রয়েছে ১৩০ এমএমের রিয়ার ড্রম।
i3S প্রযুক্তির বাইকে রয়েছে ৯৭.২ সিসি এয়ারকুলড, ফোর স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষমতা ৮,০০০ আরএমপি-তে ৮.২৪ বিএইচপি। সর্বোচ্চ ৫০০০ আরএমপি-তে ৮.০৫ এনএম টর্ক।
Hero HF Deluxe IBS পাওয়া যাচ্ছে পাঁচটি রঙের গাঢ় ধূসর, কালো, লাল, কালো ও লাল, কালো ও বেগুনি এবং গাঢ় ধূসর ও সবুজ।