HS 2023 Tips: সামনেই উচ্চমাধ্যমিক পড়তে বসার আগে এই টিপস গুলি মানছেন তো?
পড়তে বসার আগে পড়ার প্রতি মনোযোগ তৈরি করা দরকারি, তাই বাড়ির কোনও শান্তিপূর্ণ জায়গায় পড়তে বসা উচিত। পড়া শুরুর আগে অন্তত আটবার ওম জপ করলে একাগ্রতা বাড়ে।
পড়ার সময় পূর্ব বা উত্তরপূর্ব দিকে মুখ করে পড়তে বসলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
বই খাতা সবসময় গুছিয়ে রাখতে হবে। পড়তে বসার আগে ও পড়া থেকে উঠে। এর ফলে পজিটিভ এনার্জি তৈরি হয়।
পড়তে বসার সময় পকেটে রাখতে পারেন এক টুকরো ফিটকিরি, এতে টেনশন কমে।
সবশেষে প্রয়োজন মন ভালো রাখার। তাই সারাক্ষণ বইয়ের মধ্যে ডুবে থাকার কোনও মানে হয় না। মন ভালো রাখার জন্য় ও শান্ত রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা জানালা খুলে রাখতে হবে।