Higher Secondary New Admission Rule: অঙ্কে ২৫ পেলেই মিলবে উচ্চমাধ্যমিকে এই ২ বিষয় নেওয়ার সুযোগ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: উচ্চমাধ্যমিকে অ্যাকাউন্ট্যান্সি ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে ভর্তি হওয়ার জন্য নয়া নিয়ম।
প্রসঙ্গত, ২ মে চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। তারপর এখন পছন্দের বিষয় ও স্ট্রিম নিয়ে ভর্তি হওয়ার সময় পড়ুয়াদের।
এপ্রসঙ্গে সোমবারই নয়া নিয়মের কথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যা এককথায় অনেকখানি স্বস্তি পড়ুয়াদের জন্য।
নতুন নিয়মে শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে অ্যাকাউন্ট্যান্সি ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে ভর্তি হওয়ার জন্য আর মাধ্যমিকের অঙ্কে ৩৫ পাওয়া বাধ্যতামূলক নয়।
মাধ্যমিকে অঙ্কে ২৫ পেলেই উচ্চমাধ্যমিকে অ্যাকাউন্ট্যান্সি ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে ভর্তি হওয়া যাবে। ফলে অনেক বেশি মাত্রায় পড়ুয়া এই দুটি বিষয়ে পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছে সংসদ।