প্রথম এত কাছাকাছি ধরা দিল সূর্য, দেখে নিন কী রয়েছে ভিতরে?

Thu, 30 Jan 2020-5:26 pm,

নিজস্ব প্রতিবেদন: একটা আস্ত আগুনের গোলা। কাছাকাছি যাওয়া দুষ্কর। অগত্যা দূর থেকে ছবি তোলাই বাঞ্চনীয়।  উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে একেবারে কাছ থেকে ধরা দিল সূর্য। হাওয়াইয়ের National Science Foundation’s Daniel K. Inouye Solar Telescope-এ ধরা পড়েছে সূর্যের ছবি। 

 

সূর্যের এত কাছ থেকে ছবি আগে কখনও প্রকাশ্যে আসেনি। ছবিতে দেখা যাচ্ছে, সহস্র কোষ। তার উপরে ফুটন্ত গ্যাস অথবা লাভার আস্তরণ। 

কোষগুলি থেকে তাপ নির্গত হয়ে বাইরের আস্তরণকে উত্তপ্ত করে। সেখান থেকে  বেরিয়ে আসে লাভা। গোটা প্রক্রিয়া কোষগুলি শীতল থাকে। সেগুলি ডুবে থাকা উত্তপ্ত বস্তুর মধ্যে। সৌরমণ্ডলে সেই তাপ ছড়িয়ে পড়ে।

সূর্যের উপরিভাগের আস্তরণকে বলে কোরোনা। সূর্যের ভূপৃষ্ঠের চেয়ে তা বেশি উত্তপ্ত। 

কোরোনার উত্তাপ ১ মিলিয়ন ডিগ্রি কেলভিন অথবা (১০০০০০০ ডিগ্রি সেলসিয়াস)। কিন্তু ভূপৃষ্ঠের উত্তাপ মাত্র ৬০০০ কেলভিন বা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link