আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা যাঁদের

Fri, 06 Apr 2018-4:39 pm,

 যুবরাজ সিং :  আইপিএলের ইতিহাসে ১১৬টি ইনিংসে ১৪১টি ছয় মেরেছেন যুবরাজ সিং। তালিকায় দশ নম্বরে রয়েছেন যুবি।

ইউসুফ পাঠান : আইপিএলে ১৩৩টি ইনিংসে ১৪৬ টি ছক্কা মেরেছেন ইউসুফ পাঠান।

কায়রন পোলার্ড : ১১৩টি ইনিংসে ১৪৭ টি ছয় মেরে তালিকায় আট নম্বরে ক্যারিবিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ড।

মহেন্দ্র সিং ধোনি : আইপিএলে ১৪৩টি ইনিংসে ১৫৬ টি ছয় মেরেছেন এমএসডি।

 

এবি ডিভিলিয়ার্স : ১১৮টি ইনিংসে ১৫৭ টি ছয় মেরে তালিকায় ধোনির ওপরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবিডি।

বিরাট কোহলি : তালিকায় পাঁচ নম্বরে বিরাট কোহলি। ১৪১টি ইনিংসে ১৫৯টি ছক্কা মেরেছেন বিরাট।

ডেভিড ওয়ার্নার : আইপিএলে ১৪১টি ইনিংসে ১৬০টি ছয় মেরে বিরাটের ওপরেই রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। এবারের আইপিএলে নির্বাসিত এই অজি ক্রিকেটারটি। 

রোহিত শর্মা : ১৫৪টি ইনিংসে ১৭২ টি ছয় মেরে তালিকায় তিন নম্বরে টিম ইন্ডিয়ার 'হিটম্যান' রোহিত শর্মা।

সুরেশ রায়না : ১৫৭ টি ইনিংসে আইপিএলে ১৭৩ টি ছয় মেরেছেন সুরেশ রায়না।

ক্রিস গেইল : ক্যারিবিয়ান 'হিটম্যান' ক্রিস গেইল তালিকায় সবার ওপরে। ১০০টি ইনিংসে ২৬৫টি রেকর্ড সংখ্যক ছক্কা মেরেছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link