আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা যাঁদের
যুবরাজ সিং : আইপিএলের ইতিহাসে ১১৬টি ইনিংসে ১৪১টি ছয় মেরেছেন যুবরাজ সিং। তালিকায় দশ নম্বরে রয়েছেন যুবি।
ইউসুফ পাঠান : আইপিএলে ১৩৩টি ইনিংসে ১৪৬ টি ছক্কা মেরেছেন ইউসুফ পাঠান।
কায়রন পোলার্ড : ১১৩টি ইনিংসে ১৪৭ টি ছয় মেরে তালিকায় আট নম্বরে ক্যারিবিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ড।
মহেন্দ্র সিং ধোনি : আইপিএলে ১৪৩টি ইনিংসে ১৫৬ টি ছয় মেরেছেন এমএসডি।
এবি ডিভিলিয়ার্স : ১১৮টি ইনিংসে ১৫৭ টি ছয় মেরে তালিকায় ধোনির ওপরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবিডি।
বিরাট কোহলি : তালিকায় পাঁচ নম্বরে বিরাট কোহলি। ১৪১টি ইনিংসে ১৫৯টি ছক্কা মেরেছেন বিরাট।
ডেভিড ওয়ার্নার : আইপিএলে ১৪১টি ইনিংসে ১৬০টি ছয় মেরে বিরাটের ওপরেই রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। এবারের আইপিএলে নির্বাসিত এই অজি ক্রিকেটারটি।
রোহিত শর্মা : ১৫৪টি ইনিংসে ১৭২ টি ছয় মেরে তালিকায় তিন নম্বরে টিম ইন্ডিয়ার 'হিটম্যান' রোহিত শর্মা।
সুরেশ রায়না : ১৫৭ টি ইনিংসে আইপিএলে ১৭৩ টি ছয় মেরেছেন সুরেশ রায়না।
ক্রিস গেইল : ক্যারিবিয়ান 'হিটম্যান' ক্রিস গেইল তালিকায় সবার ওপরে। ১০০টি ইনিংসে ২৬৫টি রেকর্ড সংখ্যক ছক্কা মেরেছেন তিনি।