`আত্মনির্ভর ভারত`-এর লক্ষ্যে ইলিশের চারা ছাড়া হল গঙ্গায়
নিজস্ব প্রতিবেদন: ইলিশ উৎপাদন বাড়াতে ১ লক্ষ মাছের চারা ছাড়া হল গঙ্গায়। রুপোলি শস্যের উৎপাদন বৃদ্ধিতে প্রচুর সংখ্যক মাছের চারা ছাড়া হল ফরাক্কার গঙ্গায়। এক ঢিলে জোড়া পাখি মারা যাবে- দূষণমুক্ত হবে গঙ্গা। মৎস্যজীবীদের আয় বাড়বে।
সেন্টার ইনল্যান্ড ফিসারিস রিসার্চ ইন্সটিটিউটের তত্ত্বাবধানে চলছে কর্মযজ্ঞ। বুধবার প্রায় ১ লক্ষ মাছের চারা ছাড়া হয়। ছোট ছোট রুই, কাতলা,মৃগেল মাছের চারা ছাড়া হল ফরাক্কার গঙ্গায়।
জোর দেওয়া হচ্ছে ইলিশ উৎপাদনেও। ডাউন স্ট্রিমে পর্যাপ্ত ইলিশ থাকলেও আপার স্ট্রিমে কমেছে উৎপাদন। ফরাক্কা ব্যারেজের আপার স্ট্রিমে ইলিশ মাছের চারা ছাড়া হয়।
জানা গিয়েছে, আড়াই বছরে প্রয়াগরাজ থেকে ফরাক্কা পর্যন্ত ছাড়া হয়েছে ৩০ লক্ষ মাছ। ফরাক্কার ইলিশ রাঞ্চিং ষ্টেশন ঘাটেও চলে এই কর্মসূচি।
ফরাক্কা ব্যারেজ প্রোজেক্ট, এনটিপিসির কর্তৃপক্ষ ও CIFRI-র সদস্যরা নৌকা থেকে গঙ্গায় মাছের চারা ছাড়েন। ইলিশের উৎপাদন বাড়লে আর কারও উপরে নির্ভর করে থাকতে হবে না বাংলাকে।