বাজারে এল মরশুমের প্রথম ইলিশ, ৫০০-৬০০টাকায় বিকোচ্ছে মাছ
মরশুমের প্রথম ইলিশ ঢুকল বাজারে।
ব্যান পিরিয়ড শেষ হওয়ার পর আজ গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরল শতাধিক ট্রলার।
ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার মাছের বাজারও বৃহস্পতিবার থেকে প্রশাসনিকভাবে খুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার ভোরে প্রথম ডায়মন্ডহারবার নগেন্দ্রবাজারে প্রায় কুড়ি টন ইলিশ মাছ ঢুকেছে। ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। মৎসজীবীরা ফেরার পর তাঁদের শারীরিক পরীক্ষা করা হয় ।
৪০০-৫০০ গ্রামের মাছ বিকোচ্ছে ৫০০টাকা, ৮০০ গ্রামের মাছ ৬০০ টাকা, এক কেজি মাছের দাম দেড় হাজার টাকা
যদিও দিঘার সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো আপাতত উপকূলে রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীরা এখনও দিঘার সমুদ্রে মাছ ধরতে পারেননি