দীঘা মোহনায় জালে উঠল ১০০ টন ইলিশ, বিকোচ্ছে জলের দরে
দীঘা মোহনায় জালে উঠল ঝাঁক ঝাঁক ইলিশ। ওজনে প্রায় প্রায় ১০০ টন।
এই মরশুমে এর আগে এত ইলিশ ওঠেনি। এবারই সবচেয়ে বেশি।
মত্স্যজীবীরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া সঙ্গে দোসর ইলশেগুঁড়ি বৃষ্টি, এই দুয়ের ফলেই প্রচুর পরিমাণে ইলিশ জালে উঠেছে।
মাত্র ৩০০ টাকায় মিলছে প্রায় ৭০০ গ্রামের ইলিশ। ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ দর উঠছে ২৫০ থেকে ৩০০ টাকা।
৫০০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকাতেই মিলছে ৮০০ গ্রাম থেকে ১ কিলোগ্রামের ইলিশ।
কমপক্ষে ৩০০ ট্রলার ইলিশ ঢুকেছে দিঘা ও শংকরপুরে।
ইলিশবোঝাই হয়ে তীরে ফেরার অপেক্ষায় রয়েছে আরও অনেকগুলি ট্রলার।
প্রচুর পরিমাণে ইলিশ ওঠায়, মাছ জলের দরে বিক্রি হবে বলে জানিয়েছেন মত্স্য ব্যবসায়ীরা।
মত্স্য ব্যবসায়ীরা জানিয়েছেন, শিগগিরই রাজ্যের বিভিন্ন বাজারে এই ইলিশ মাছ পৌঁছে যাবে। ফলে সহজেই মানুষ সস্তায় ইলিশ কিনতে পারবেন।