Travel : দীপুদা-র হাত ছেড়ে এবার দেশেই বিদেশ, হয়ে যাক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার কি পাহাড় ভালো লাগে? এবছর পুজোর ছুটিতে কি পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইলো এই রত্নের খোঁজ। হিমাচল প্রদেশে এরকম অনেক লুকোনো খনি আছে, যা প্রকৃতপক্ষে স্বর্গীয় সৌন্দর্যের ভান্ডার।
পাহাড়ের রাজ্যে দক্ষিণতম জেলা সিরমোর (Sirmour) হল সেই রত্ন। এই জেলায় আপেল ও ফুলের বাগানে ঘেরা একটি গ্রাম এখনও অবধি পর্যটকদের কাছে অজানা। গ্রামটির নাম হল কানেরা।
আপনি যদি ট্রেক করতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এটি আদর্শ জায়গা। এলাকার মধ্যেকার চুরধর ট্রেকটি খুবই জনপ্রিয়।
কথিত আছে হনুমান লক্ষণকে বাঁচানোর জন্য 'সঞ্জীবনী বুটি' খুঁজতে চারধারেও এসেছিলেন। তাহলে আর ভাবছেন কী? যে জায়গায় স্বয়ং হনুমান এসেছিলো বলে কথিত আছে, আপনিও দর্শন করে আসুন সেই জায়গা।
আপনাকে অবাক করবে এই গ্রামের বাসিন্দাদের আতিথেয়তা। গ্রামটি সোলান উপত্যকার কাছেই অবস্থিত। এখনও গ্রামটিতে পর্যটকদের ভিড় নাজমায় গ্রামটির নির্ভেজাল সৌন্দর্য বহাল আছে।
৭ হাজার ফুট উঁচু এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো হবিট হোম। দেবদারু কাঠ দিয়ে তৈরী হবিট হোমগুলির চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। এছাড়াও এখানে থাকার জন্য পেয়ে যাবেন বহু আরামদায়ক কটেজ, যেখানে বারান্দায় পাহাড়ি চা উপভোগ করতে করতে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন।
পর্বতপ্রেমীদের জন্য বর্ষা বেশ মন খারাপের সময়। কিন্তু এই ফুল আর আপেলের গ্রামেরে প্ল্যান আপনি বর্ষার সময়ও করতে পারেন।