কোভিডের মাঝেই পাহাড় ভ্রমণ! মেনে চলুন এই বিষয়গুলি

Sat, 26 Jun 2021-1:16 pm,

করোনা, লকডাউন, Work From Home, কোভিড বিধিনিষেধ নিয়ে জীবনে একঘেয়েমি এসে গিয়েছে? জীবনের স্বাদ বদল করতে ঘুরে আসতেই পারেন কাছাকাছি কোথাও, আর ঘুরতে কে না ভালবাসে!  আপনি যদি Himachal Pradesh ভ্রমণের পরিকল্পনা করেন তবে ৩০ জুনের পরেই যান কারণ দেশে করোনার ক্রমহ্রাসমান কেস বিবেচনায় আনলক করার প্রক্রিয়াটি অনেক রাজ্যেই ত্বরান্বিত হচ্ছে। পর্যটন ক্ষেত্রেও ছাড় শুরু হয়েছে। 

যে সমস্ত পর্যটকরা ইতিমধ্যেই ঘুরতে যাবেন বলে,  ই-পাসের জন্য আবেদন করছিল তাদের মধ্যে অনেককেই  সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তবে যদি হিমাচল প্রদেশ ঘুরে দেখার পরিকল্পনা করেন ১ জুলাই  থেকে হিমাচল আগত পর্যটকদের রাজ্যে প্রবেশের সময় ই-পাসের প্রয়োজনীয়তা নেই। ১ জুলাই থেকে ৫০% স্টেট বাস এমনকি প্রাইভেট  বাসও আন্তঃরাজ্য চলাচল করবে। হিমাচলে অফিসে ১ জুলাই থেকে কাজ শুরু। 

কোভিড পরিস্থিতি মোকাবিলায় Himachal Pradesh এর  বিধিনিষেধ অনুযায়ী, সরকারি দফতরগুলিও ১ জুলাই থেকে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ শুরু করতে সক্ষম হবে এছাড়াও সমস্ত দোকান সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকার অনুমোদন দেওয়া হয়েছে।

 

হিমাচল প্রদেশে মন্ত্রিসভার বৈঠকে কোভিড পরিস্থিতিতে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারমধ্যে  ১ জুলাই থেকে রাত ১০ টা পর্যন্ত রাজ্যে রেস্তোরাঁগুলিকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জনগণের মোট অভ্যন্তরীণ ক্ষমতার ৫০% পর্যন্ত সামাজিক জমায়েতে যোগদানের অনুমতি পাবে। ১০০ জন লোকের মধ্যে ৫০ টি অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

COVID-19 পরিস্থিতি পর্যালোচনা করতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরের (Jai Ram Thakur) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মধ্যে  রাজ্য সরকার পর্যটন সম্পর্কিত নিয়ম শিথিল করা শুরু করে।

কোভিডের নিয়মে শিথিলতার সঙ্গে সঙ্গে বেশ কিছু সংখ্যক পর্যটক হিমাচলের দিকে আসতে শুরু করেছেন। রাজ্যে পর্যটকদের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ জ্যামের পরিস্থিতিও তৈরি হচ্ছে।

Corona র মান হ্রাস হওয়ায় হিমাচল  সরকার পর্যটকদের জন্য তাদের সীমানা খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিছু দিন আগেই জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছিল যে হিমাচল ভ্রমণে পর্যটকদের RT-PCR পরীক্ষা করতে হবে না। এর সঙ্গে, হিমাচলে ১৪৪ ধারাও সরানো হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link