রণবীরে মুগ্ধ হিনা খান, কী লিখলেন জানেন?
ভালো অভিনেতা, ভালো প্রেমিকের সঙ্গে সঙ্গে তিনি যে একজন দায়িত্ববান স্বামী এবার সেটাই প্রমাণ করার পালা রণবীরের। কারণ, সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর সিং।
তবে এসবের পাশাপাশি রণবীর সিং যে একজন ভীষণই ভদ্র মানুষও বটে, মহিলাদের তিনি কতটা সম্মান করেন, সে প্রমাণ অবশ্য রণবীর নিজেই দিলেন।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীরের ভদ্রতায় মুগ্ধ হয়ে গিয়েছেন হিনা।
অনুষ্ঠানে বেগুনী রঙের গাউনে হাজির হয়েছিলেন হিনা।
পুরস্কার নেওয়ার পর গাউন পরে সিঁড়ি দিয়ে নামতে হিনার যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য তাঁকে হাত ধরে নামান বলিউডের 'খলজি'।
রণবীরের ভদ্রতায় মুগ্ধ হিনা খান টুইট করে বিষয়টি জানান, এমনকি সিম্বার জন্য রণবীরকে শুভেচ্ছাও জানান।