`দ্যা কান্ট্রি অফ দ্যা ব্লাইন্ড` ছবির ফার্স্ট লুকে শিকারির বেশে হিনা খান
ইন্দো-হলিউড প্রজেক্ট 'দ্যা কান্ট্রি অফ ব্লাইন্ড' ছবিতে একজন অন্ধ মেয়ের ভূমিকায় দেখা যাবে হিনা খানকে।
ছবিতে নিজের চরিত্রের ফার্স্ট লুকের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হিনা খান নিজে।
ছবি শেয়ার করে ক্যাপশানে হিনা লিখেছেন, গোশার সঙ্গে আলাপ করুন, আমার প্রথম ইন্দো-হলিউড ছবি, যেটার পরিচালক ছিলেন রাহাজ কাজমি।
ছবিতে তির-ধনুক নিয়ে একজন মহিলা শিকারির বেশে দেখা যাচ্ছে হিনাকে।
ইতিমধ্যেই 'দ্যা কান্ট্রি অফ ব্লাইন্ড' ছবিতে হিনার এই লুক নজর কেড়েছে নেটিজেনদের।
হিনার এই লুক নজর কেড়েছে রোহিত রায়, গীতা ফোগতের মত তারকাদের।
এইচ জি ওয়েলস-এর ছোট গল্প দ্যা 'কান্ট্রি অফ দ্যা ব্লাইন্ড' অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি।