Street Carnival: শীতের রঙে রঙিন তিলোত্তমার পথ...
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হিন্দুস্থান পার্ক থেকে বাসন্তী দেবী কলেজে পূর্ণ দাস রোড পর্যন্ত রাস্তা ঢাকবে ওয়াল গ্র্যাফিটিতে। ওয়াল গ্র্যাফিটি মানেই দেওয়াল জুড়ে আঁকা।
হিন্দুস্তান পার্কের কারাভ্যান-এর পক্ষ থেকে এই কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে উইকেন্ড কার্নিভ্যাল টু।
ক্যারাভ্যান উইন্টার উইকেন্ড কার্নিভ্যালের প্রধান চমক, এই অনুষ্ঠানের উদ্বোধন করবে পোষ্যারা ৷
ক্যারাভানের এই কার্নিভ্যাল চলেছে ১২ থকে ১৪ জানুয়ারি। বিবেকানন্দের জন্মজয়ন্তীতে এই অনুষ্ঠান শুরু হওয়ার কারণে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানও।
রাস্তার ওপর করা হচ্ছে বিশেষ গ্র্যাফিটি। তাছাড়াও থাকবে ডুডল আর্ট, মান্ডালা আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট।
প্রায় ১৫ জন তরুণ শিল্পী দিনরাত এক করে সাজিয়েছে এই রাস্তা। সেজে ওঠা এই রাস্তায় দেখতে পাওয়া যাবে নানান ধরনের দোকান।
এই তিন দিন কার্নিভ্য়াল শুরু হবে দুপুর ২ টো থেকে রাত ৯ টা পর্যন্ত। ছোটদের জন্য বিভিন্ন মনোরঞ্জনের ব্যবস্থাও থাকছে।
প্রতিবেদনের প্রতিটি ছবি সৌজন্যে-অর্ণব দত্ত