শীঘ্রই কমতে পারে গৃহঋণের মাসিক কিস্তির পরিমাণ, পদক্ষেপ করছে আরবিআই
ডিসেম্বরে মূল্যবৃদ্ধিতে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর তার ফায়দা এবার পেতে পারেন সাধারণ মানুষ। শীঘ্রই কমতে পারে আম আদমির গৃহঋণের মাসিক কিস্তি।
ফেব্রুয়ারিতে আর্থিক ঋণনীতির পর্যালোচনা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ঋণনীতিতে সুদের হারে স্বস্তি দিতে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
বৃহস্পতিবার ফিকি, অ্যাসোচেম, সিআইআই-এর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। ওই বৈঠকে ছিলেন উদয় কোটাক, আদি গোডরেজ, বিকে গোয়েঙভ্কা, চন্দ্রজিত্ ব্যানার্জীর মতো শিল্পপতিরাও। আরবিআই গভর্নরকে তাঁরা জানিয়েছেন, সত্বর সুদের হারে ২৫ বেসিস পয়েন্ট বা ২৫% কমানো দরকার। বাজারে নগদের অভাব দূর করার কথাও জানান তাঁরা। ফিকি-র সভাপতি সন্দীপ সোমানি জানিয়েছেন, তরল অর্থের জোগান বাড়াতে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন আরবিআই গভর্নর।
৪ শতাংশে নীচে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে আরবিআই। লাগাতার ৪ মাস কমেছে মূল্যবৃদ্ধি। ফলে ফেব্রুয়ারিতে সুদের হার কমানোর উত্তম পরিস্থিতি। লোকসভা ভোটের আগে মধ্যবিত্তদের স্বস্তি দিতেও চাইছে কেন্দ্র।
ডিসেম্বরে ঋণনীতি পর্যালোচনায় সুদের হার অপরিবর্তত রাখে আরবিআই। বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশ ও রিভার্স রেপো রেট ৬.২৫ শতাংশ।