মুখ্যমন্ত্রীর সঙ্গে ধরনায়, এই ৫ কর্তাকে নিয়ে নবান্নে এল স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি
সুতপা সেন: কলকাতার পুলিস কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমার-সহ প্রশাসনিক আধিকারিকদের দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই পাঁচজন সার্ভিস রুল ভেঙেছেন কিনা জানতে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
দিন কয়েক আগে রাজীব কুমার সম্পর্কে চিঠি নবান্নে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানতে চাওয়া হয়েছিল, ধরনায় যোগ দিয়ে নিয়ম ভেঙেছেন পুলিস কমিশনার! তার জবাব এখনও দেয়নি রাজ্য।
এবার পাঁচ আইপিএস অফিসারের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগে চিঠি এল মুখ্যসচিবের কাছে। চিঠিতে নাম রয়েছে পুলিশের ডিজি বীরেন্দ্র, ডিরেক্টর অব সিকিউরিটি বিনীত গোয়েল, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, বিধাননগরের পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত পুলিস সুপার সুপ্রতীম সরকারের।
চিঠিতে বলা হয়েছে, পাঁচ আধিকারিক নিয়মভঙ্গ করে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। সূত্রের খবর, রাজ্যে কর্মরত আইপিএস অফিসারদের নিয়ে কেন্দ্র এমন নির্দেশ দিতে পারে না বলে মত নবান্নের।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''একজন মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া পুলিসের দায়িত্ব। সেই দায়িত্ব পালনেই তিনি ধরনাস্থলে আসেন। তাই রাজীব কুমারের আসাটা আইন সম্মত। রাজীব কুমার কখনওই ধরনায় যোগ দেননি''।
এদিন দিল্লিতে কেজরিওয়ালের ধরনাতেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, জয়েন্ট সেক্রেটারি থেকে আইপিএস, আইএএস, অফিসারদেরও বিশ্বাস করেন না। মন্ত্রীদের উপরেও চলছে নজরদারি। বিভাগীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পদক ফেরত নেওয়ার কথা বলছেন। এত সাহস! পুলিস কমিশনারের ঘরে সিবিআই পাঠিয়ে দিল। অনেক সরকার দেখেছি। এত নিন্মমানের সরকার দেখেনি। আমরা চোর, আর আপনি সাধু?