ব্রণ, মেচেতায় জেরবার! ঘরোয়া উপায়ে কীভাবে মুক্তি পাবেন
ব্রণ বা মেচেতার নিরাময়ে উপকার পেতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার মেখেও
একটা তুলোর মধ্যে টম্যাটোর রস নিয়ে মেচেতার উপর লাগান, কিংবা ব্রণর উপর লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন
ব্রণ বা মেচেতার উপর অ্যালোভেরা জেল লাগান, ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন, নিশ্চিত উপকার পাবেন
আলুর রস তুলোয় করে নিয়ে লাগান, কিংবা মেচেতার উপর আলুর টুকরো রেখে দিন ১০-১৫ মিনিট, উপকার পাবেন
ব্রণর উপর সরাসরি মধু লাগান, অথবা লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগালে উপকার পাবেন
স্বাস্থ্যজ্জ্বল ত্বক পেতে এবগ ব্রণ থেকে মুক্তি পেতে লেবু ব্যবহার করতে পারেন, এতে যেমন ব্রণ কমে, তেমনি ত্বকের কালো দাগ ছোপও করে দূর
অলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে যদি ত্বকের উপর সেই মিশ্রণ লাগান, তাহলে যেমন মৃত কোষ থেকে মুক্তি মিলবে, তেমনি ব্রণ-র প্রভাবও কমবে