Long Drive-র জন্য `আদর্শ`, ডায়ামন্ড কাটিং ডিজাইনে Honda লঞ্চ করল CB500X
নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল Honda CB500X। এটা ভারতীয় অ্যাডভেঞ্চার প্রেমীদের নজর কাড়তেই নিয়ে আসা হয়েছে এই নতুন মডেলের বাইকটি।
এই মুহূর্তে বাজার কাড়তে প্রস্তুত Honda CB500X। লাল, গান পাওডার কালো রঙে পাওয়া যাবে এই বাইক। দাম করা হয়েছে ৬,৮৭,৩৮৬ টাকা (Ex-showroom)।
premium motorcycle-র তালিকায় ঢুকে পড়ল Honda-র এই নতুন বাইক।
লং ড্রাইভের জন্য Honda CB500X একেবারে যথাযত বলে দাবি করছে সংস্থা। এর মধ্যে রয়েছে full-LED lighting, 181 mm of ground clearance এর সঙ্গে 8-valve, liquid-cooled, 471 cc, parallel-twin cylinder engine।
৪৭ বিএইচপিতে ৮,৫০০ rpm এবং ৪৩.২ এনএম উৎপন্ন করে ঝড়ের গতিতে ছুটে যাবে Honda CB500X। এই বাইকে থাকছে slipper clutch। প্যাটেল স্টাইলে রয়েছে anti-lock braking system।
ডায়ামন্ড কাটিং-য়ে তৈরি Honda CB500X।