৬০ হাজার টাকারও কম দামে মোটরসাইকেল আনছে Honda! সাধ্যের মধ্যে মধ্যবিত্তের সাধপূরণ

Thu, 27 Aug 2020-6:33 pm,

৬০ হাজার টাকারও কম দামে মোটরসাইকেল আনছে হন্ডা। করোনা মহামারির এই সময় অনেক মানুষেরই অফিস বা কাজে যাওয়ার একমাত্র বাহন হয়েছে দুচাকা। ফলে যাঁরা কম দামের মধ্যে নতুন বাহন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য অবশ্যই সুখবর। 

হন্ডা গ্রামীণ এলাকায় বিক্রি বাড়াতে চাইছে। আর তাই তারা মিড রেঞ্জ বাইক নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে। কম দামের মধ্যে মোটরসাইকেল লঞ্চ করে গ্রামাঞ্চলের বাজার ধরতে চাইছে তারা। 

অ্যাক্টিভা ও ডিও-র মতো স্কুট এনে বাজার কাঁপিয়েছিল হন্ডা। শহর ও গ্রাম, দুজায়গাতেই হন্ডার এই দুটি স্কুটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। তবে এবার কম সিসি-র সস্তার বাইক লঞ্চ করে বৃহত্তর বাজার ধরার লক্ষ্য সংস্থার। 

CD110 মডেল-এর থেকেও কম দামে মোটরসাইকেল লঞ্চ করবে হন্ডা। CD110-এর এক্স শোরুম প্রাইজ ৬৪,১১০ টাকা। তার থেকেও সস্তা হবে নতুন এই মডেল। 

হিরো স্প্লেন্ডর, টিভিএস রেডিওন, বাজাজ সিটি হান্ড্রেড-এর মতো মডেলগুলিকে টক্কর দিতে নতুন মডেল আনবে হন্ডা। সংস্থা জানিয়েছে, গ্রামের রাস্তার জন্য আদর্শ হবে নতুন মডেল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link