প্রজাতন্ত্র দিবসে ভারতের `অভিনব` মানচিত্র তৈরি করে তাক লাগালেন হুগলির শিল্পী
৭০তম প্রজাতন্ত্র দিবসকে উল্লেখযোগ্য করে রাখতে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে ভারতের মানচিত্র তৈরি করেছে হুগলির এক শিল্পী। নাম চন্দন বন্দ্যোপাধ্যায়। এই মানচিত্রটি তৈরি হয়েছে বিখ্যাত মনীষীদের ছবি দিয়ে।
কয়েনের ম্যাপ। হুগলির বাসিন্দা চন্দনের পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও সন্তান। তাঁর নানা ধরনের অভিনব ভাবনার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। লিমকা বুক অফ রেকর্ডসে তাঁর নাম উঠেছে।
ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে তৈরি হয়েছে ম্যাপটি। চন্দনের পরবর্তী লক্ষ্য ৭৫টি আলাদা আলাদা রকমের সামগ্রী দিয়ে ৭৫টি ভারতের মানটিত্র তৈরি করা। ২০২৪-এ ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণীয় করে রাখতেই তাঁর এই উদ্যোগ।
উল দিয়ে বোনা হয়েছে মানচিত্র। হুগলিতে চন্দনের তৈরি ভারতের সব মানচিত্রের একটি প্রদর্শনী হয়।
পেনসিল, দেশলাই কাঠি, কয়েন, বিখ্যাত মনীষীদের ছবি ছাড়াও বোতাম দিয়েও ভারতের মানচিত্র তৈরি করেছেন চন্দন।