Horoscope Today: মেষ-মিথুন বিবাহিত জীবনে সমস্যা, পড়ুন আজকের রাশিফল!

Fri, 03 Nov 2023-9:49 am,
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

শিশুদের সাহচর্য আজকে ভাল ফল দেবে। নতুন পথে এগিয়ে যান। প্রেমে নিবেদনে সাবধান। আজকে ঝামেলা পাকলে সমস্যা হবে। অযথা ঝামেলা থেকে এড়ানোই ভাল। সম্পর্কের অভিযোগ থেকে আজকে দূরে থাকুন। বিবাহিত জীবনে জটিলতা থাকবে, তাই সাবধান।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

দয়ালু স্বভাব থাকবে। আর্থিক উন্নতি সম্ভব, তবে টাকাকড়ি পরিশোধ করুন। গৃহস্থালির কাজ শেষ করুন। আজকে নতুন ধারণা বেশ কিছু পরিকল্পনা অনেক লাভ দেবে। বিতর্ক এড়িয়ে চলুন। মূল্যবান সময় নষ্ট করবেন না।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

গার্হস্থ্য উত্তেজনা ঝামেলায় ফেলবে। প্রিয়জনের সঙ্গে সময় বের করুন। নিজের জন্য অবসর সময় পাবেন। ব্যস্ত রাস্তায় আজকে অনেক কিছু শিখবেন। বিশ্বাস রাখতে হবে, তবেই এগোতে পারবেন। বিবাহ অত্যাচারের দিকে নিয়ে যাবে।

জীবনের মূল্য দিতে শিখুন। অন্যের ব্যাপারে যত্নশীল হন। প্রচুর পরিমাণে অর্থের সুযোগ আসবে। নতুন করে কাজ শুরু করতে গেলে ভাবনা চিন্তা প্রয়োজন। বক্তব্যে অনেক পরিবর্তন আসবে।

হাসতে থাকুন, তবেই সমস্যার সমাধান হবে। টাকা পয়সা বুঝে শুনে খরচ করুন। অন্যকে সাহায্য করবেন। যন্ত্রণা দূরে করতে হবে। রুক্ষ আচরণ বন্ধ করুন। কাউকে আঘাত করবেন না।

উচ্ছাস অনুভব করবেন। বরিষ্ঠ সহকর্মী আজকে ভাল পরামর্শ দেবে। আত্মীয়রা গুরুত্ব প্রদান করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। নতুন ব্যক্তির সঙ্গে দেখা যাবে। প্রেমের অনুভূতি আজকে প্রদর্শিত হবে।

দীর্ঘ অসুস্থতা থেকে মুক্ত পাবেন। স্বার্থপর ব্যক্তিকে এড়িয়ে চলুন। মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুন। একঘেয়েমি কাজ থেকে দূরে থাকুন। প্রেমঘটিত মেজাজ আজকে ভাল সুযোগ রয়েছে। নতুন কাজে অংশ নিন।

নতুন অংশীদারিত্বে লাভ হবে। আসন্ন সময়ে ঝামেলা থাকবে। প্রেম বেদনা দেবে আজকে। পেশাদারী যোগাযোগ বাড়বে। কাজের জায়গায় থেকে চাপ পাবেন। বয়স্কদের থেকে পরামর্শ নিন।

রসিক ভাবে ভাল মনের পরিচয়। আনন্দদায়ক দিন থাকবে। সৃষ্টিশীল ব্যক্তিদের কাছে ভাল দিন। সাফল্য না বলেই আসবে। পার্টনারের কাজ কমানোর চেষ্টা করুন। মনের বোঝা শান্ত করুন। নতুন কাজে নিযুক্ত হতে হবে।

অতীতের সুখস্মৃতি আপনাকে সমৃদ্ধ করবে। ব্যবহারিক জ্ঞান থাকবে। দিনের শুরু ক্লান্তিকর থাকবে। আপনার জীবন সঙ্গী আপনার শক্তি। হতাশ হবেন না। অবসাদ থেকে দূরে থাকুন।

সাধারণ জীবন যাপন করলেই ভাল। আজকে অনেক শান্ত থাকতে হবে। অনেকের অনুপস্থিতি ঝামেলা সৃষ্টি করবে। যদি এমন কোনও জায়গায় আপনি আমন্ত্রিত হন। যেখানে গেলে সম্মান পাবেন তবে অবশ্যই যান।

বিনিয়োগের ফলে স্কিম ভাল আসবে। পারিবারিক ক্ষেত্রে আজকে মনোযোগের প্রয়োজন। সন্ধ্যায় মন আকর্ষিত হবে। প্রেমে আজকে নতুন করে পড়বেন। নতুন টাকা রোজগারের সঙ্গে দেখা যাবে অনেককে চিন্তে পারবেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link