Ajker Rashifal | Horoscope Today: যৌনব্যাধি মিথুনের, স্ত্রী-র সঙ্গে বিরোধে ধনু, পড়ুন রাশিফল

Tue, 11 Jun 2024-9:21 am,

ধনবৃদ্ধি। প্রতিষ্ঠা লাভ। নতুন কাজে বিনিয়োগে লাভ হবে। আশাভ্রষ্ট। সাবধানতা অবলম্বন করুন। মানসিক তৃপ্তি। অর্থাগম হতে পারে। নিরাশা।

মনোমালিন্য। জীবনের জন্য এটিই সেরা সময়। সহযোগিতা লাভ। সঞ্চিত অর্থব্যয়। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। পুলিশি ঝামেলা। নব উদ্যোগ। ঋণশোধ।

সঙ্গীতে সম্মান। ধৈর্য ধরতে হবে। উপস্থিত বুদ্ধিতে লাভ। সড়ক পথে সাবধানে যাতায়াত করুন। যৌনব্যাধি। মানসিক তৃপ্তি।ভগ্নীস্নেহ। সুপরামর্শ লাভ। অপবাদ।

হঠাৎ প্রাপ্তি। গঞ্জনাভোগ। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। আশান্বিত। উৎকণ্ঠা বৃদ্ধি। ব্যস্ততা থাকবে। সন্তানের সাথে বিরোধ। প্রাপ্তিযোগ রয়েছে।

শুভ যোগাযোগ। চাকরি জীবনে উন্নতির যোগ। শ্লেষ্মা বৃদ্ধি। কৃষিকাজে বিকাশ ও সাফল্য আসবে। মানসিক ক্ষোভ থাকবে। মামলায় জয়। সহকর্মী বিবাদ। দ্রব্যের অপচয়।

বাকবিতণ্ডা। উদাসভাব। সঠিক সিদ্ধান্তে লাভ। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। গৃহ সমস্যা। ব্যয়বাহুল্য। অর্থ প্রাপ্তি। বুদ্ধিশ্রম। অযথা চিন্তা। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। ঈর্ষান্বিত।

সঞ্চয় থেকে লাভ। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ। সন্তানের জন্য গর্বিত। শুভ যোগাযোগ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। শিক্ষার্থীদের জন্য কঠিন সময়।

শারীরিক অসুস্থতা। আনন্দলাভ। বিশ্বাসঘাতকরা। দাম্পত্য সুখ মিলবে। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে। প্রশিক্ষণে সাফল্য। সৎকর্মে অর্থ ব্যয়। জনসেবায় ব্যস্ত।

শ্রীবৃদ্ধি। যকৃতের রোগ। লটারিতে অর্থপ্রাপ্তি। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। অর্থহানি। ক্ষোভ বাড়বে। বহু পুরনো সমস্যার সমাধান হবে। জীবাণু সংক্রমণ। অবৈধ প্রণয়ের সম্ভাবনা।

রক্তচাপে কষ্ট। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। রাজনৈতিক সংঘর্ষ। হতাশা বৃদ্ধি। সম্মান প্রাপ্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। নৈরাশ্য। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন।

স্ত্রীলোক দ্বারা ক্ষতি। সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্ত বোধ। প্রশিক্ষণে সাফল্য। ভ্রান্ত সিদ্ধান্ত। অর্থলাভের সম্ভাবনা। প্রতিভার বিকাশ। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে।

বন্ধু বিরোধ। অর্থাগমে বিলম্ব। অবস্থান পরিবর্তনের যোগ আছে। আঘাত প্রাপ্তি। দুর্ঘটনার যোগ। শিল্পীদের সাফল্য। প্রতিদ্বন্দিতায় সাফল্য। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link