Ajker Rashifal | Horoscope Today: বিপদের ঝুঁকি রয়েছে, আজ ঘটতে পারে বাজে কিছু! পড়ুন আজকের রাশিফল...
পেটের সমস্যা থেকে সাবধান। আজ সকাল থেকে কাজের দিকে কোনও প্রকার অনীহা বাড়তে পারে। বাড়তে পারে শারীরিক যন্ত্রণা।
হার্টের কোনও সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক হতে পারে।
উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।
আজ কোনও কাজে বিপদের ঝুঁকির আশঙ্কা। আজ বাজে কিছু ঘটতে পারে।
আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। আজ আপনারও কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধি।
মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভালো কোনও জিনিস নষ্ট হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে।
শরীরের কোনও অংশে ব্যথা বাড়বে। মানসিক উদ্বেগ থাকতে পারে।
আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে।
বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন।
আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। কোনও নামী জায়গায় কাজের যোগাযোগ।
ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।
শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। কাজের ক্ষমতা একটু কমতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)