Horoscope Today: রেগে গেলেই বিপদ বৃষর, খুব কাছের মানুষ ঠকাতে পারে কর্কটকে
আয় বাড়বে। কোনও সম্পত্তি কিনতে পারেন। পরীক্ষার্থীদের জন্য ভালো দিন। ব্যবসায় সমস্যা হতে পারে। বাড়ির বড়দের সঙ্গে মত বিরোধী।
আপনার দক্ষতা আপনাকে আজ অন্য জায়গায় নিয়ে যাবে। কাজের জায়গায় সময় দিতে হবে। পরিবারের প্রতি যত্ন নিন। পুরনো টাকা আদায় হতে পারে। কাছের মানুষের সঙ্গে বিরোধ। রাগ সংবরণ করুন।
আপনার পরিশ্রম বসের কাছে কদর পাবে। আর্থিক উন্নতি হবে। ছোটখাটো ব্যাপার নিয়ে শান্তি নষ্ট করবেন না। পরিচিত কারও সম্পর্কে খারাপ ধারনা বদল করুন। এতে আপনারই উপকার। রেগে যাবেন না। বুদ্ধির জোরে কাজ হাসিল করুন। প্রেমে আনন্দ।
যারা কাজ খুঁজছেন তাদের জন্য ভালো দিন। পরিবারে আনন্দ। দূরে ভ্রমনের যোগ রয়েছে। খুব কাছের মানুষ আপানাকে ঠকাতে পারে। শরীরিক সমস্যা। পাওনা টাকা আদায়ে সমস্যা হতে পারে।
কাজের চাপে কষ্ট পেতে পারেন। পরিবারের বড়দের কাছে কাজের মর্যাদা পাবেন। সম্পত্তি কিনতে পারেন। বুঝেশুনে খরচ করুন।
আর্থিক উন্নতি হবে। বাড়িতে অতিথি আসতে পারে। নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে সময় লাগবে। শারীরিক সমস্যা হতে পারে সন্তানকে নিয়ে সমস্যায় পড়তে পারেন।
সাবধানে খরচ করুন।কাজের জায়গায় উন্নতি খুব কম। বিরক্ত লাগতে পারে। তবে পরিবারকে পাশে পাবেন। খুব শীঘ্রই কোনও বাড়ি কিনতে পারেন। ভ্রমণে আনন্দ।
প্রমোশন হতে পারে। পরিবারের প্রতি যত্ন নিতে হবে। কারও আমন্ত্রণে বাইরে যেতে পারেন। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। দাম্পত্য কলহ থেকে সাবধান।
টাকা ধার দেওয়ার ব্যাপারে সাবধান। আদায় নাও হতে পারে। বিদেশ ভ্রমণ হতে পারে। কৌশলে শত্রুর কাছ থেকে কাজ আদয় করতে হবে। ফেলে রাখা কাজ সেরে ফেলুন।
বিনিয়োগের সুযোগ আসতে পারে। কাজে লাগান। কাজের জায়গায় ভালো কিছু করতে পারবেন না। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।
কাজের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। অনেক দিন ধরে চাইছেন এমন কোনও জিনিস কিনতে পারেন। চেষ্টা করেও কাজে ব্যর্থ হতে পারেন। শারীরিক কষ্টকে অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ পেতে পারেন।
খুব ভালো কোনও কাজের সুযোগ পেতে পারেন। দেনা শোধ করতে কষ্ট হবে, তবে শোধ হয়ে যাবে। সম্পত্তি কেনার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে সুখবর। সামাজিক সুনাম লাভ। ব্যবসায় ভালো যোগ। খরচের জন্য দুশ্চিন্তা।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)