Horoscope Today: মেষের চ্যালেঞ্জ, বৃষের শৈথিল্য, মিথুনের সাফল্য! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...
পরিবারের থেকে সাহায্য পাবেন। ব্যক্তিগত বিষয়গুলি একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বন্ধুদের সঙ্গে দৃঢ়বন্ধনে থাকুন। কাজ ও ব্যবসায় উন্নতি। কোথাও শৈথিল্যকে প্রশ্রয় দেবেন না।
ব্যক্তিগত অর্জনের বিষয়ে একটু মনোনিবেশ করুন। জুড়ি বেঁধে কাজ করলে সাফল্য আসবে। পরিশ্রমী হন!
বন্ধুবর্গের সঙ্গে ভালো সময় কাটবে। সৃজনশীল থাকবেন আজ। ব্যক্তিগত পারফর্ম্যান্সে উন্নতি ঘটবে।
আবেগের বিষয়গুলিতে কনফিউজড থাকলে চলবে না। নীচতার কাছে আত্মসমর্পণ করবেন না।
কমিউনিকেশনের বিষয়ে সাফল্য মিলবে। আজ সব ক্ষেত্রেই আগাগোড়া সংহতি ও সহযোগিতা রেখে চলুন।
কোনও দারুণ ভালো খবর আজ পাবেন। সৃজনশীলতা স্ফুরিত হবে। কর্মক্ষমতা বাড়বে।
বিভিন্ন সূত্র থেকে দারুণ সব অ্য়াচিভমেন্ট ঘটবে আজ। দরকারি কাজকর্ম হয়ে যাবে।
নিয়মের প্রতি নিষ্ঠা রাখুন। সুযোগের সদ্ব্যবহার করুন। মহানুভবতার সঙ্গে কাজ করুন।
কর্মক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাবেন। বহুমুখী প্রতিভা বিকশিত হবে। মানুষের বিস্বাস অর্জন করবেন।
গুরুজনের সমর্থন পাবেন। সাফল্য ধীরে ধীরে পেতে থাকবেন। আধ্যাত্মিক ক্ষেত্রে গতি আসবে।
হয় ক্ষমতা, নয় ভাগ্য-- কিছু না কিছুর জোরে আজ এগিয়ে যাবেন আপনি। অন্যের পরামর্শে উপকৃত হবেন এবং এগিয়ে যাবেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)